রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ম্যাগাজিন-গুলিসহ অবৈধ পিস্তল উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

ম্যাগাজিন-গুলিসহ অবৈধ পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে অবৈধ একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের একটি টিম।

সোমবার (১৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুরের তাজমহল রোডের এইচ আই ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় ইউনিয়ন ব্যাংকের অফিস কক্ষের লকার থেকে এসব উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

সিটিটিসি সূত্রে জানায়, উদ্ধারকৃত অস্ত্র-গুলিগুলো রাঙামাটি চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মৃত জহিরুল হকের নামে লাইসেন্সকৃত ছিল। তিনি ২০২৩ সালের জুলাই মাসে মৃত্যুবরণ করেন। অস্ত্র-গুলিগুলোর লাইসেন্সের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়।  মোহাম্মদপুরের তাজমহল রোডের এইচ আই ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় ইউনিয়ন ব্যাংকের অফিস কক্ষের লকারে মৃত জহিরুল হকের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ অস্ত্র-গুলি রক্ষিত আছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০.৩২ বোরের একটি এনবিপি পিস্তল, দুটি ম্যাগাজিন ও  ৪৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর