রাজধানীর উত্তরায় চুরির ঘটনায় মামলা হওয়ার দুই ঘণ্টার মধ্যে চুরি হওয়া ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে সাগর (৩৯) নামের এক চোরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উত্তরার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
বিজ্ঞাপন
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গাজীপুরের শাকিল মিয়া নামে একজন বুধবার রাতে উত্তরা পূর্ব থানায় একটি চুরির মামলা করেন। সেই মামলা হওয়ার দুই ঘণ্টার মাথায় চোরকে গ্রেফতার করে তার কাছ থেকে চুরির ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, শাকিল মিয়া কম্পিউটার কেনার জন্য নগদ ৪৫ হাজার টাকা নিয়ে বসুমতি বাসযোগে বিকেলে উত্তরার রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সে আসেন। বাস থেকে নামার সময় তার সাথে থাকা নগদ ৪৫ হাজার টাকা চুরি হয়। মামলা হওয়ার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা হয়। এরপর আজমপুর এলাকায় অভিযান চালিয়ে সাগর নামে এক চোরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চুরির ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাগর একজন পেশাদার চোর। তিনি এর আগেও একাধিকবার চুরির ঘটনায় পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআইকে/এমএইচটি