রাজধানী ঢাকার সড়কগুলোতে এখন প্রতিদিনই চলছে ট্রাফিক অভিযান। এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৭৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
বিজ্ঞাপন
ডিএমপির এই কর্মকর্তা জানান, জরিমানার পাশাপাশি ২১৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৪০টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমআইকে/এমএইচটি