শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কখনো ভাবিনি কোনো সরকারি পদ বা চেয়ারে বসবো: ফারুকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম

শেয়ার করুন:

loading/img

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। শপথ বাক্য পাফ করার পর নিজের অনুভুতি সংবাদমাধ্যমে প্রকাশ করেন ফারুকী। বলেন, এটা আমার জন্য একটি অভাবনীয় অভিজ্ঞতা। আমি কখনো ভাবিনি কোনো সরকারি পদ বা চেয়ারে বসবো।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
 
ফারুকী বলেন, প্রফেসর ইউনূসের কলিগ হওয়া খুবই লোভনীয় বিষয়, না বলাটাই মুশকিল। আমি আশা করি, যে কদিন কাজ করবো, কিছু পরিবর্তন ঘটাতে পারবো। পরিবর্তন ঘটাতে পারলেই আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, তা সফল হবে।


বিজ্ঞাপন


‘আর আমি যদি আমার কাজে কোনো ভুল করি, সবার কাছে আমার একই বক্তব্য আমার ভুল আমাকে ধরিয়ে দেবেন। আমি এটা মেনে নিয়ে খুশি হবো,’ যোগ করেন তিনি।
 
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে আরও দুইজন শপথ নিয়েছেন। তারা হলেন উদ্যোক্তা শেখ বশীরউদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub