রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।
শনিবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ডিএমপি জানিয়েছে, শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৯৭ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, এক বোতল ফেন্সিডিল ও ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে।
/এএস