শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

কোনো পেশিশক্তির ওপর ভর করে দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

কোনো পেশিশক্তির ওপর ভর করে দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো পেশিশক্তি বা ব্যবসায়ী সিন্ডিকেন্টের ওপর ভর করে দায়িত্ব নেয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। দেশের প্রথম এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) যুক্ত সোলার এনার্জি ল্যাবের উদ্বোধন ও ‘দ্য রোল অফ স্মার্ট গ্রিড ইন দ্য ফিউচার পাওয়ার সিস্টেম’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।


বিজ্ঞাপন


‘বর্তমান সরকার ক্ষমতা চর্চা নয়, ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে’ উল্লেখ করে ফাওজুল কবির বলেন, এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে দায়িত্ব নিয়েছি।

জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে আমলাসহ বিভিন্ন সিন্ডিকেট দেশের মানুষকে হাতের পুতুলে পরিণত করেছিল। আমরা দেশটাকে মানুষের হাত তুলে দিতে এসেছি।

হুয়াওয়ে-সিইআর ল্যাবটির অর্থায়ন করেছে হুয়াওয়ে। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো সৌরশক্তি খাতে সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন করা। হুয়াওয়ে, সিইআর ও ইউআইইউ সম্মিলিতভাবে এই খাতের লক্ষ্য পূরণে প্রয়োজনীয় প্রশিক্ষণের পাঠক্রম তৈরি করবে। এই পাঠক্রমে নবায়নযোগ্য শক্তির ওপর গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউএসএস সিস্টেমযুক্ত প্রথম সোলার ল্যাব উদ্বোধনের মাধ্যমে আমরা নবায়নযোগ্য শক্তি খাতে তরুণদের ক্ষমতায়নের জন্য বিশেষ এক পদক্ষেপ গ্রহণ করেছি। আজকের এই উদ্বোধন বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক মাইলফলক। এই যৌথ উদ্যোগ চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের মাধ্যমে স্থানীয় প্রতিভা বিকাশের পাশাপাশি ইউআইইউ এর সেন্টার ফর এনার্জি রিসার্চ এর সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সহযোগিতা সম্পর্ক স্থাপনের একটি প্রতিফলন।


বিজ্ঞাপন


এসময় ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে বলেও জানান চীনের রাষ্ট্রদূত।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর