রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিবন্ধন পেল ঢাকা মেইল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

নিবন্ধন পেল ঢাকা মেইল

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল ডটকম। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী ঢাকা মেইল এবং ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল ‘খেলা ডটকম’কে নিবন্ধন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে একই দিনে পোর্টালগুলোকে নিবন্ধনের জন্য প্রাথমকিভাবে অনুমোদন দেয় তথ্য অধিদফতর। এরপর সরকারি বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়ে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করে পোর্টালগুলো। পরে সরকারি বিধি অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ঢাকা মেইল কর্তৃপক্ষের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়। 

a9e98afc-6cad-4b18-b077-4a58404a21ae
তথ্য মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়ার কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করছেন ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল

 

এছাড়া নিউজ পোর্টালগুলোকে সরকার কর্তৃক নির্ধারিত শর্তাবলী মেনে চলতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ২০২১ সালের ১৫ ডিসেম্বর ‘নতুন প্রজন্মের অনলাইন’ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা মেইল। সেই থেকে একঝাঁক তরুণ, উদ্যমী সংবাদকর্মী নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করে আসছে। শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঢাকা মেইল পৌঁছায় কোটি পাঠকের অন্তরে। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর