রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের লেগুনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৫২ মিনিটে ফায়ার ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি কক্ষে আগুন লাগার খবর আসে। পরে তারা বিষয়টি মিরপুর ফায়ার সার্ভিসের টিমকে জানালে সেখান থেকে দুটি ইউনিট ছুটে যায়। তারা যাওয়ার পর প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সকাল ১০টা ৩০ মিনিটে আগুন নির্বাপণ করা সম্ভব হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কারা কীভাবে আগুন লাগিয়েছে, তার কারণ জানাতে পারেনি সংস্থাটি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের একটি লেগুনায় আগুনের ঘটনা আছে। আমাদের দুটি ইউনিট কাজ করছে।’
মিরপুর-১৪ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে একজন বহিরাগত ব্যক্তি এ আগুন দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজ্ঞাপন
কারই/এমআইকে/এমএইচটি