শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

‘চিরায়ত’ সম্পাদককে জিজ্ঞাসাবাদ নিয়ে যা জানাল ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ, ১৩৮৬ মামলা ও অর্ধকোটি টাকা জরিমানা

খুবাইব মাহমুদ (২২) নামের এক ব্যক্তিকে পল্টন থানায় জিজ্ঞাসাবাদ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চলছে। খুবাইব মাহমুদ ‘চিরায়ত’ ম্যাগাজিনের সম্পাদক। তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে অপ্রচার চলায় এ নিয়ে বক্তব্য তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। 

বুধবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। 


বিজ্ঞাপন


ডিএমপি জানায়, মঙ্গলবার রাতে গুলিস্তান এলাকা থেকে খুবাইব মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য সিটিটিসির একটি দল আটক করে এবং পরে তাকে রাজধানীর পল্টন থানায় নিয়ে আসে। এরপর তার বিস্তারিত পরিচয় এবং গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই শেষে তার পরিবারে সংবাদ জানানো হয়। রাত আনুমানিক ১২টার দিকে তার মামা মারগুবুসসুন্নাহ ও তার শিক্ষক ইমদাদ হোসেন থানায় আসেন। পরে তারা মুচলেকা দিয়ে তাকে নিয়ে যান। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুবাইব মাহমুদ প্রচার করেন যে, তাকে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ ও গুমের চেষ্টা করা হয়। প্রকৃতপক্ষে গোয়েন্দা তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয় এবং প্রচলিত বিধিবিধান অনুসরণ করে জিজ্ঞাসাবাদ শেষে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে কোনোরকম হয়রানি বা গুম চেষ্টার অভিযোগ সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন।

ঘটনার প্রকৃত কারণ না জেনে এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম মন্তব্য করছেন এবং অপপ্রচারে লিপ্ত রয়েছেন। এ বিষয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করে অহেতুক অস্থিতিশীলতা তৈরি না করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ডিএমপি। 

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর