শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

রাজু হত্যা মামলায় কিশোর গ্যাং নেতা রাতুলসহ গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

রাজু হত্যা মামলায় কিশোর গ্যাং নেতা রাতুলসহ গ্রেফতার ৩

রাজধানীর লালবাগে রাজু আহম্মেদ (২১) নামে একজনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— রাতুল (২১), নাঈম (২১) ও আল-আমিন (২০)।

বুধবার (৩০ অক্টোবর) ময়মনসিংহ জেলার গৌরীপুরের রামগোপালপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-১০ ও র‍্যাব-১৪ এর যৌথ টিম।


বিজ্ঞাপন


রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। তিনি জানান, গত ৫ আগস্ট বিকেলে লালবাগের ৭১ নম্বর হোসেন উদ্দিন খান ১ম লেনের একটি রাস্তায় পাশে কিশোর গ্যাং এর বেশ কয়েকজন মিলে রাজু আহমেদকে আটকায়। পরে তারা তাকে চাপাতি, লোহার রড, হকি-স্টিক ও লাঠি-সোটা দিয়ে পূর্ব পরিকল্পিত মোতাবেক এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর ও রক্তাক্ত করে। তাকে হত্যার পর তারা আনন্দ উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয় লোকজন রাজুকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য ধানমন্ডি সাত মসজিদ রোডস্থ সুপার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজুর বাবা আব্দুল মালেক বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় নয়জনের নাম ছাত্র ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানিয়েছে, লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় রাতুলের নেতৃত্বে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদিসহ আধিপত্য বিস্তারের লক্ষে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর