বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের সিদ্ধান্ত হয়নি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের সিদ্ধান্ত হয়নি’
ছবি: সংগৃহীত

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের জন্য অফিস দেওয়ার বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে কিংবা পরীক্ষা করে দেখা হচ্ছে। অফিস দেওয়া হবে এমন সিদ্ধান্ত হয়নি সরকারের পক্ষ থেকে। তবে দেওয়া হবে না তাও বলা হয়নি। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা।

এর আগে মঙ্গলবার সরকারের পাঁচ উপদেষ্টার সাথে তার বৈঠকের পর উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের একটি অফিস ঢাকায় খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

জুলাই-আগস্ট গণহত্যা গুরুত্বের সঙ্গে নিয়েছে জাতিসংঘ: ফলকার টুর্ক

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক ঢাকায়

তবে আজ পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, তারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বা লিখিত কোনো প্রস্তাব পাননি, তবে কথাবার্তা চলছে।


বিজ্ঞাপন


তৌহিদ হোসেন বলেন, তাদের ফ্যাক্টস ফাইন্ডিং টিম ঢাকায় কাজ করছে। আর খুব অল্প কিছু দেশেই তাদের এ ধরনের অফিস আছে। আমরা দেখি আমাদের প্রয়োজন আছে কি না।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের টিম যে কাজ করছে তার রিপোর্ট পেতে আরও মাসখানেক সময় লাগবে বলে তাকে জানানো হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার টিমকে ভিসার বিষয়ে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর