ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছিলেন, মেট্রোরেলে একক যাত্রায় ব্যবহৃত ২ লাখ টিকিট যাত্রীরা ফেরত না দিয়ে বের হয়ে গেছেন। ফলে মেট্রোরেল কর্তৃপক্ষ টিকিট সংকটে পড়েছে এবং নিয়মিত যাত্রীদের ভোগান্তি হচ্ছে।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীরা টিকিট ফেরত না দেওয়ায় সমস্যার মুখে পড়েছে। টিকিটগুলো ফিরে পাওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞাপন
যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, টিকিট হারানো সম্ভব কীভাবে? কারণ, টিকিট ব্যবহারের জন্য স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার সময় পান্স মেশিনে টিকিট জমা দিতে হয়।
এদিকে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মিরপুরের পশ্চিম কাজিপাড়ার রাস্তায় মেট্রোরেলের একটি টিকিট পড়ে থাকতে দেখেন ঢাকা মেইলের সাংবাদিক শেখ সাইফ। তিনি মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে টিকিটটি মাটিতে পড়ে থাকতে দেখেন।
শেখ সাইফ জানান, মসজিদ থেকে ফেরার পথে কাদা মাখা একটি টিকিট দেখে তুলে দেখি, এটি মেট্রোরেলের টিকিট।
তবে বিশেষজ্ঞদের মতে— টিকিট হারানোর বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন, একজন যাত্রী টিকিট জমা না দিয়েই অন্য একজনের সঙ্গে বের হয়ে যেতে পারে অথবা একাধিক টিকিট কিনে একজন যাত্রী একটি ব্যবহার না করলেও তা হারিয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
এসএস

