সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদ ও পূজার ছুটি বাড়ছে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ফাইল ছবি

আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজার ছুটিও দুই দিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কিছু বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছে। এই বছরও পূজার ছুটি এক দিন বাড়ানো হয়েছিল।


বিজ্ঞাপন


সরকারি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রস্তাবে দুই ঈদের ছুটি পাঁচ দিন এবং দুর্গাপূজার ছুটি দুই দিন করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া, আগামীকালের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী, পুরুষদের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর বয়সসীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে অবসরের বয়স নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর