রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে সাইফান মজুমদার নামে আট মাসের এক শিশুকে অপহরণের ঘটনায় র্যাব অভিযানে অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম তানজীলা আক্তার পারভীন (৩৫)। সোমবার তাকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকিলা ও এনামুল নামে দুই সন্তানের পাশাপাশি আট মাসের পুত্রসন্তান সাইফান নিয়ে আগানগর এলাকায় ভাড়া বাসায় বাস করছিলেন। ১২ অক্টোবর সন্ধ্যায় পারভীন তাদের বাসায় গিয়ে নিজেকে অসহায় পরিচয় দেন এবং সেখানে থাকার অনুমতি চান। সাকিলা তাকে সরল বিশ্বাসে বাসায় আশ্রয় দেন।
বিজ্ঞাপন
পরদিন, সাকিলার মেজো ছেলে আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে সাকিলা তিন সন্তানকে পারভীনের হাতে দেন। পারভীন সাইফানকে নিয়ে আইসক্রিম কিনতে চলে যান। কিছুক্ষণ পর আহনাফ আইসক্রিম নিয়ে একা বাসায় ফিরে এসে মায়ের কাছে জানায় যে, পারভীন সাইফানকে নিয়ে আসছে। সাকিলা দীর্ঘ অপেক্ষার পর পারভীন ও সাইফানের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং আশপাশে খোঁজ শুরু করেন। অবশেষে বুঝতে পারেন যে, পারভীন সাইফানকে অপহরণ করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পারভীনের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়। মামলার আট ঘণ্টার মধ্যেই র্যাব পারভীনকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর পারভীন জানান, তার বাবা-মা নেই। ১২ বছর আগে তিনি ময়মনসিংহে এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেন, কিন্তু সন্তানের অভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে আশরাফুল আলম নামে এক প্রবাসী পুরুষের সঙ্গে পুনরায় বিবাহ হয়। তবে সন্তান না হওয়ার কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া হত। আশরাফুল প্রবাসে চলে যাওয়ার পর পারভীন তাকে মিথ্যা বলে জানান যে, তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। পরে তিনি ভাবেন, সংসার ভেঙে যাবে বলে তিনি ৮-১০ মাস বয়সী সাইফানকে অপহরণ করার পরিকল্পনা করেন।
অবশেষে, সাইফানের মা সাকিলার প্রতিবেশী হিসেবে তিনি সাইফানের বিষয়ে সবকিছু জানতেন, তাই তাকে অপহরণের জন্য সাকিলার বাড়িতে আসেন এবং সরলতার সুযোগ নিয়ে সাইফানকে নিয়ে চলে যান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
বিজ্ঞাপন
এমআইকে/এইউ

