বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ঢাকা

রাজধানীতে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতি
ছবি: সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় একটি বাসা থেকে পঁচাশি লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় চক্রটি।

শনিবার (১২ অক্টোবর) ভোর সাড়ে তিনটায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় বেড়ীবাঁধ এলাকার হাজী ভিলায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টা থেকে সাড়ে তিনটার সময় ১৫ থেকে ২০ জনের একটি দল ৪ থেকে ৫টি হাইস ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসে। এদের মধ্যে অর্ধেকের বেশি লোক সেনাবাহিনীর পোশাক পরা ছিল। বাকি চার থেকে পাঁচজন র‍্যাবের কটি পরা এবং বাকি কয়েকজন সিভিলে ছিল।

বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক জানান, গতকাল রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর পোশাক পরে কয়েকজন এসে আমাকে বাসার গেট খুলতে বলে। আমি বাসার গেট খুলে দিলে দুইজন এসে আমার দুই হাত ধরে আমাকে বলে তোর কাছে অস্ত্র আছে। অস্ত্রগুলো বের কর। আমি তখন বললাম, আমার অস্ত্র থানায় জমা দিয়ে এসেছি। আমার কাছে কোনো অস্ত্র নাই। তখন তারা আমাদের আটকে রেখে পুরো বাসা তল্লাশি করে। এসময় বাসায় থাকা নগদ পঁচাশি লাখ পঞ্চাশ হাজার টাকা ও সত্তর ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।

বাড়ির দারোয়ান মমিন জানান, রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে কয়েকজন এসে আমাকে ঘুম থেক জাগিয়ে বাড়ির গেট খুলতে বলে। আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাকে যৌথ বাহিনীর অভিযানে বাড়ি তল্লাশি করবে বলে জানায়। আমি গেট খুলে দিলে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন বাড়িতে প্রবেশ করে তারা বাড়ির মালিকের তিন তলার বাসায় প্রবেশ করে। সেখানে গিয়ে বেশ কয়েকঘণ্টা তল্লাশি চালায় তারা। ওই সময় বাড়িতে থাকা পঁচাশি লাখ টাকা, সত্তর ভরি স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। এসময় আমাকেও তারা গাড়িতে করে তুলে নিয়ে যেতে চায়।

বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত  সাড়ে তিনটার দিকে বাড়ির মূল গেট দিয়ে প্রথমে সেনাবাহিনীর পোশাক পরিহিত ১১ জন লোক প্রবেশ করে। তাদের সাথে র‍্যাবের কটি পরিহিত ৪ জন ও সিভিল পোষাকে ৫ জন লোক বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করার সময় সবাই মুখোশ পরা অবস্থায় ছিল। তারা বাড়িতে প্রবেশ করে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। বাড়ির সিসিটিভি ছাড়াও আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪ টি হাইস ব্রান্ডের গাড়ি এসে বাড়ির পাশে এসে থামে। সেখান থেকে ৩-৪ জন লোক গাড়ি থেকে নেমে বাড়ির পাশে একটি বিরিয়ানি দোকানে অপেক্ষা করছিল। বাড়ি থেকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরা লোকজন নামলে অপেক্ষমাণ থাকা লোকজন তারাও গাড়িতে ওঠে যায়।


বিজ্ঞাপন


এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় সেনাবাহিনীর পোশাক পরে তারা এমনভাবে এসেছে। তাদেরকে দেখলে কেউ আলাদাভাবে চিন্তা করতে পারবে না তারা যে ভুয়া। এছাড়াও,আমরা আশপাশে কয়েকটি সিসিটিভি ফুটেজে তাদের সাথে আসা কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের সাথে নিয়ে আসা গাড়িগুলো শনাক্তের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই আমরা তাদের আটক করতে পারব।

কারই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর