সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্র আন্দোলনে এমদাদুল হত্যা: যুবলীগ নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৯ এএম

শেয়ার করুন:

ছাত্র আন্দোলনে এমদাদুল হত্যা: যুবলীগ নেতা গ্রেফতার
রাকিবুল ইসলাম ওরফে শিশির

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. এমদাদুল হক হত্যা মামলায় রাকিবুল ইসলাম ওরফে শিশির নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। 

মঙ্গলবার রাত নয়টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তর বাড্ডার এ এম জেড হাসপাতালের সামনে এমদাদুল হককে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৯ সেপ্টেস্বর বাড্ডা থানায় একটি মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডার এ এম জেড হাসপাতালের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. এমদাদুল হক কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় করা মামলাটির তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম ওরফে শিশিরকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানার করা মামলায় গ্রেফতার রাকিবুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর