সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকায় সবুজায়ন করবে শক্তি ফাউন্ডেশন, রাজউকের সঙ্গে চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

ঢাকায় সবুজায়ন করবে শক্তি ফাউন্ডেশন, রাজউকের সঙ্গে চুক্তি
ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং শক্তি ফাউন্ডেশন মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নসংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতা স্মারকের অধীনে উভয় পক্ষ বাস্তুসংস্থান পুনর্বাসন প্রকল্পে সহযোগিতা করতে সম্মত হয়েছে। শক্তি ফাউন্ডেশন রাজউক কর্তৃক গৃহীত বিভিন্ন আবাসন/উন্নয়ন প্রকল্পের চিহ্নিত ও অনুমোদিত স্থান যেমন- খেলার মাঠ, পার্ক, রাস্তার মিডিয়ান ও কিনারা, লেক পাড়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম সম্পন্ন করবে। এ কাজের জন্য শক্তি ফাউন্ডেশন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহসহ বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবে। এছাড়া রোপিত বৃক্ষের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং শক্তি ফাউন্ডেশন মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।


বিজ্ঞাপন


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান মেজর (অব.) জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার এবং শক্তি ফাউন্ডেশনের পক্ষে সিনিয়র ডিরেক্টর মো. শরীফুল ইসলাম এই সমঝোতা স্মারকে সই করেন।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজউক রাজধানীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে আসছে। রাজউক তার আওতাধীন এলাকাসমূহ সুপরিকল্পিতভাবে জীব-বৈচিত্র্যে ভরা, বসবাসের উপযোগী, বিশ্বের অন্যতম নান্দনিক, গ্রিন সিটিতে রূপান্তর করার জন্য যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নত করার লক্ষে জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান, খেলার মাঠ, পার্ক, রাস্তার মিডিয়াম ও কিনারা, লেকের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করে পরিবেশ দূষণ বন্ধের মাধ্যমে পরিবেশ রক্ষার উদ্যোগ গ্রহণ করেছে।

 শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম পর্যায়ের বৃহত্তম একটি বেসবকারি উন্নয়নমূলক সংস্থা হিসেবে উন্নত এবং নৈসর্গিক প্রকৃতিসম্পন্ন ভবিষ্যতের জন্য ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ নির্ধারণ এবং বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের প্রায় সব জেলায় জলবায়ু পরিবর্তনে সংকট নিরসনের কার্যক্রম হিসেবে ইতোমধ্যে ঢাকা শহরে প্রায় ৪০ হাজার এবং ঢাকার বাইরে ৩৭টি ডিসি অফিসে নয় হাজার বৃক্ষরোপণ করেছে।


বিজ্ঞাপন


রাজউক এবং শক্তি ফাউন্ডেশনের মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নসংক্রান্ত যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শক্তি ফাউন্ডেশন রাজউকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজউকের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান, খেলার মাঠ, পার্ক, রাস্তার মিডিয়ান ও কিনারা, লেক পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করে পরিবেশ দূষণ রোধে কাজ করবে। যেকোনো বিরূপ এবং জরুরি পরিস্থিতিতে সরকারী বাহিনীর সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের প্রতিবন্ধকতা প্রতিরোধে রাজউক শক্তি ফাউন্ডেশনকে সহযোগিতা করবে।

সমঝোতা স্মারকের মেয়াদ হবে পাঁচ বছর। যা শেষ হবে ২০২৯ সালের ১৪ জুন।

সমঝোতা স্মারক সইয়ের সময় রাজউকের পক্ষে উপস্থিত ছিলেন ড. মো. আলম মোস্তফা, সদস্য (প্রশাসন); মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি, সদস্য (পরিকল্পনা); মোহা. হারুন-অর-রশীদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ); আব্দুল লতিফ হেলালী, প্রধান প্রকৌশলী; মো. নুরুল ইসলাম, প্রকল্প পরিচালক, পূর্বাচল নতুন শহর প্রকল্প; মো. আমিনুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল)-সহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উক্ত অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন তামান্না ইয়াসমিন খান, উপ-পরিচালক; প্রবীর কুমার সরকার, সহকারী পরিচালক-সহ অন্যান্য কর্মকর্তা।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর