রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীর হাজারীবাগ এলাকায় বাসার সামনে মো. জাহাঙ্গীর নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত জাহাঙ্গীর মীর হাজারীবাগ এলাকার মৃত ফজর আলীর ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন।
জানা যায়, রাতে বাসার পাশে চাচার দোকান থেকে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। বাসার সামনে আসার পর সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআর