কারাবন্দি দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কর্মসূচি থেকে অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা হয়।
মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
সমাবেশে সংগঠনের আহ্বায়ক সাঈদ আহমেদ সরকার, অন্তবর্তীকালীন সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন।
তিনি বলেন, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশপ্রেমিক প্রত্যেকটা ব্যক্তি তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তারই ধারাবাহিকতায় এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্র সৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সারাদেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বারবার কারা নির্যাতন করে তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, সবচেয়ে পরিতাপের বিষয় আজ ছাত্র-জনতার সম্মিলিত গণ-অভ্যুত্থানের পরে ’২৪ এর স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনার দায়ের করা মিথ্যা মামলায় মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এর চেয়ে দুঃখের ও পরিহাসের বিষয় আর কী হতে পারে।
বিক্ষোভ কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ৫ দফা দাবি উত্থাপন করা হয়-
বিজ্ঞাপন
১. মজলুম সাংবাদিক ড. মাহমুদুর রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
২. এই ব্যর্থতার সব দায়ভার নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে।
৩. আমার দেশ পত্রিকা, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে ও তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
৪. বিগত আওয়ামী ফ্যাসিবাদী রেজিম রাজনৈতিক বিবেচনায় যতগুলো মামলা দায়ের করেছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৫. সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার করতে হবে। বিশেষত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন— আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান, বিএনপি নেতা শাহাদাত হোসেন প্রমুখ।
বিইউ/এএস