বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ঢাকা

জাতিগোষ্ঠীকে রাজনৈতিকভাবে আত্মসচেতন করে তোলে সাহিত্য: ফরহাদ মজহার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ০৭:১৩ এএম

শেয়ার করুন:

জাতিগোষ্ঠীকে রাজনৈতিকভাবে আত্মসচেতন করে তোলে সাহিত্য: ফরহাদ মজহার

কবি, প্রাবন্ধিক, রাজনীতি চিন্তক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, মানচিত্র ধারনাটিই উপনিবেশবাদী ধারনা, মূলত উপনিবেশবাদীরা দেশ শাসনের সুবিধার্থে এই মানচিত্রের ধারনাটি নিয়ে আসে।

তিনি বলেন, সাহিত্য বলতে আমরা বুঝি লিটারচেরার। কিন্তু সাহিত্য একটা জাতিগোষ্ঠীকে রাজনৈতিকভাবে আত্মসচেতন করে তোলে এবং আত্মসচেতন করার যে প্রক্রিয়া এটাকে বলে সাহিত্য। সাহিত্য মূলত অপরের সঙ্গে সম্বন্ধ রচনা করার ভিত্তি।


বিজ্ঞাপন


মঙ্গলবার (০১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে ‘সংস্কার সংঘ’ আয়োজিত ‘আমাদের মানচিত্র, আমাদের স্বাধীনতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সাইমা ফেরদৌস বলেন, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে সকল প্রকার মতামতকে সম্মানজনকভাবে গ্রহণ করতে হবে। ভোটাধিকারের ক্ষেত্রে সকলকে সমানভাবে অধিকার দিতে হবে। দলমতের ঊর্ধ্বে থেকে দেশের জন্য যেটা নিজের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় তাকেই ভোট প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, এই সোনার বাংলাদেশের সুন্দরভাবে করতে হলে একে অপরকে ভালোবাসতে হবে একে অপরকে সম্মান প্রদর্শন করতে হবে এবং দেশ সংস্কারের জন্য অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

ড. আবদুল ওয়াহিদের সভাপতিত্বে এবং মাহফুজ এলাহীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুর রব, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক কর্নেল (অব.) আব্দুল হক, সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট-সিজিডি এর নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম প্রমুখ।


বিজ্ঞাপন


সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শেকড় সন্ধানী ইতিহাস গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস লেখক মুহাম্মদ আশরাফুল ইসলাম।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর