গত ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম ওসমান গনি লিটন। তিনি ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগ।
বিজ্ঞাপন
র্যাব জানিয়েছে, লিটন গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ করেছে। এছাড়াও সেই আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়। সেই মামলায় তাকেও আসামি করা হয়েছে। তিনি সেই ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, সম্প্রতি সেই হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান থেকে ভিডিও পর্যালোচনা করে গুলি বর্ষণকারী ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে গ্রেফতারে করেছে র্যাব।
এমআইকে/এমএইচটি