তিনজন অতিরিক্ত সচিবকে একযোগে সরকারের পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। সেই সঙ্গে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালককে ওএসডি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞাপন
এদের মধ্যে ভূমি আপিল বোর্ডের সদস্য থেকে সচিব পদে পদোন্নতি পাওয়া মো. সাইফুল্লাহ পান্নাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব করা হয়েছে।
এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব নাসরীন জাহানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু সালেহ মোস্তফা কামালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন করে কাউকে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়নি।
বিজ্ঞাপন
এমএইচ/এএস

