বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মিডিয়ার কম আসার কারণ জানালেন আসিফ নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

মিডিয়ার কম আসার কারণ জানালেন আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলকে সম্প্রতি মিডিয়াতে কম দেখা যাচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। কেন তিনি মিডিয়াতে কম আসছেন, কোন বিষয়ে ব্যস্ত সময় পার করছেন এসব খোলাসা করে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই আইনজ্ঞ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভিডিও বার্তাটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।


বিজ্ঞাপন


এতে তিনি বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম আমি কেন মিডিয়াতে অনুপস্থিত, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জল্পনা-কল্পনা হচ্ছে। কেউ কেউ এ ধরনের আজগুবি কথা বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি।

আইন উপদেষ্টা আরও বলেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, এ ধরনের কোনো কল্পনা বা চিন্তাও আমার মাথায় আসে না। আমি মনে করি এটা এক ধরনের গুজব। এটা হচ্ছে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করা।

আসিফ নজরুল আরও বলেন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি। তবে এটা ঠিক আমি মিডিয়াতে অনেক কম আসছি। কারণ, আমার অনেক কাজ। আমার কাছে মনে হয়েছে আমার কাজে কোনো অগ্রগতি হলে সেটা আমি জানাব। এখন আমি তো আর টকশোর মানুষ না, এখন আমাকে কাজ করতে হবে। আমার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়। দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই আমার অগ্রগতি জানাব। আর এ ধরনের অহেতুক গুজব যারা ছড়াচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপর বলেন। তাছাড়া মানুষ আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে।

এআইএম/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর