স্বাস্থ্য উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরে একটি মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
সভায় উপদেষ্টা কোস্টগার্ডকে নৌপথে চোরাচালান প্রতিরোধে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বলেন, সরকার এ বছর ভারতে ইলিশ রফতানি করছে না এবং ডলার সংকট সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ সার আমদানির ব্যবস্থা করেছে। এ অবস্থায়, ইলিশ ও সারের চোরাচালানের ঝুঁকি রয়েছে। কোস্টগার্ডের কাজ হচ্ছে এসব চোরাচালান বন্ধ করা।
বিজ্ঞাপন
উপদেষ্টা কোস্টগার্ডের নৈতিকতার প্রশংসা করেন এবং বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় কোস্টগার্ড নৈতিক মান বজায় রেখেছে। তিনি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি সমাজের সবখানে ছড়িয়ে পড়েছে। তিনি কোস্টগার্ড সদস্যদের তাদের ঐতিহ্য ও সম্মান ধরে রেখে দুর্নীতিবিরোধী অবস্থান বজায় রাখার আহ্বান জানান। অস্ত্রসহ অন্যান্য ক্রয় এবং সংগ্রহে স্বচ্ছতা রক্ষা করতে বলা হয়।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মীর এরশাদ আলী। সভা শেষে উপদেষ্টা কোস্টগার্ডের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এইউ