মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিল্পকলা একাডেমির নতুন ডিজি জামিল আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

শিল্পকলা একাডেমির নতুন ডিজি জামিল আহমেদ
সৈয়দ জামিল আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সৈয়দ জামিল আহমেদ লিয়াকত আলী লাকীর স্থলাভিষিক্ত হচ্ছেন। লাকী প্রায় ১৩ বছর এই পদটি আঁকড়ে ছিলেন, যার কোনো নজির শিল্পকলা একাডেমিতে নেই।

সৈয়দ জামিল আহমেদ ৩০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে। মাত্র ১৬ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সৈয়দ জামিল ১৯৭৮ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বছরে তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার টেলিভিশন প্রডিউসারস ট্রেইনিংয়ে প্রথম হন। ১৯৮৯ সালে তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে থিয়েটার আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর