রোববারের (০৮ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ সব খবরের শিরোনামগুলো ঢাকা মেইলের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-
শেখ হাসিনা সরকার পতনের এক মাসের মাথায় ‘জাতীয় নাগরিক কমিটি’ নামে নতুন একটি প্লাটফর্ম গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে নতুন প্লাটফর্মের ৫৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, ‘গণহত্যার অভিযোগে’ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলে সমালোচিত হওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বক্তব্যের সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে, ২০১৪ সালে তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল। ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন।
বিজ্ঞাপন
বগুড়ায় আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি সবার কাছে ‘হিরো আলম’ নামে পরিচিত। এসময় তাকে কান ধরে উঠবসও করানো হয়। হিরো আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিএনপিকর্মীরাই তার ওপর হামলা চালিয়েছে। তবে হিরো আলমকে মারধরকারীদের সঙ্গে দলের সম্পর্ক নেই বলে জানিয়েছে বগুড়া জেলা বিএনপি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশ গড়ার যে কাজ শুরু হয়েছে, সেটি শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সংবিধান সংশোধনের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনের বিষয়েও সরকারের ভেতরে আলোচনা চলছে বলে তিনি জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোনও বৈঠক হবে কী-না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
কয়েকদিনের টানা শ্রমিক বিক্ষোভের পর রোববার ঢাকার অদূরে আশুলিয়ার পোশাক কারখানাগুলো চালু হয়েছে। সকাল থেকে সাভার এবং আশুলিয়ায় পোশাক কারখানার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে ১২ সেপ্টেম্বরের মধ্যে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উপকূলীয় এলাকায় ঝড় বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।