শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন

রেজিষ্ট্রেশন করে সেন্টমার্টিন যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী বাইজিদ সাংবাদিকদের জানান, রাতের দিকে রিকশায় খিলগাঁও রেলগেট পার হচ্ছিলেন তিনি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সাংবাদিকদের জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন