বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সারাদিনের আলোচিত ঘটনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পিএম

শেয়ার করুন:

সারাদিনের আলোচিত ঘটনা
ছবি: ঢাকা মেইল

অন্তর্বর্তী সরকার গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়, বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজ সম্পন্ন করবে বলে জানান উপদেষ্টা মাহমুদ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যারা আহত হয়েছেন, তাদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার প্রতিশ্রুতি তার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ইউনূস এক লিখিত বার্তায় বলেন, ছাত্র-জনতার সৃষ্ট সুযোগ কখনো হাতছাড়া হতে দেয়া হবে না এবং একটি 'নতুন যুগের সূচনা' করতে চান।


বিজ্ঞাপন


এর আগে অধ্যাপক ইউনূস ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন করার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তি এড়াতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্যকে 'অবন্ধুত্বসুলভ' আচরণ হিসেবে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেছেন। শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস উপলক্ষে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনে, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য ও কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। হাজার হাজার মানুষ এ কর্মসূচিতে যোগ দিয়েছে।

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে কটুক্তির অভিযোগে খুলনায় শ্রী উৎসব নামের এক ব্যক্তিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে ঢুকে মারধর করেছে বিক্ষুব্ধ জনগণ। তবে সেনাবাহিনী তাকে জীবিত উদ্ধার করেছে, বলে জানিয়েছে আইএসপিআর। বর্তমানে ওই ব্যক্তি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর