রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

আন্দোলনকালে পুলিশের আরেক ভিডিও নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

আন্দোলনকালে পুলিশের আরেক ভিডিও নিয়ে তোলপাড়
ছবি: ভিডিও থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কয়েক দিন দেশের ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়৷ এ সময় আইনশৃঙ্খলা বাহিনী বিধিবহির্ভূতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা এবং সরাসরি গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। সাভারের আশুলিয়ায় কয়েকজন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো আরেকটি ভিডিও।

একটি ভবনের সিসিটিভি ফুটেজের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে৷ দুই মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ভবনের কেচিগেইট খুলে ভবনের ভেতরে প্রবেশ করছে পুলিশ৷ এরপর একজন ব্যক্তির নিথর দেহ চারজন মিলে বের করে নিয়ে যাচ্ছেন। নিথর দেহের দুই পায়ে রক্ত দেখা গেছে৷


বিজ্ঞাপন


তবে ভিডিওটি কোন ভবনের কিংবা কোন এলাকার তা জানা যায়নি। এমনকি যে নিথর দেহ ভবন থেকে বের করা হয়েছে, তার পরিচয়ও জানা যায়নি।

আরও পড়ুন

ভ্যানভর্তি মরদেহের ভাইরাল ভিডিওটি আশুলিয়ার

ভ্যানে মরদেহের স্তুপ, ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

তবে নেটিজেনদের ভাষ্য, আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করে পুলিশের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়েও মানুষকে হত্যা করেছে। হত্যার পর সেই মরদেহও নিয়ে গেছে৷

এর আগে গত ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনা ঘটায় পুলিশ৷ এর ভিডিও চিত্র প্রকাশের পর তা গণমাধ্যমে উঠে আসে। বিষয়টি দৃষ্টিতে আসে আইনশৃঙ্খলা বাহিনীর৷


বিজ্ঞাপন


সোমবার (২ সেপ্টেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় এ ঘটনায় জড়িত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবদুল্লাহিল কাফী৷

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর