মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাড়ি অনুসরণের ঘটনা জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোহেল তাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

গাড়ি অনুসরণের ঘটনা জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোহেল তাজ

বাসায় ফেরার পথে বুধবার (২৮ আগস্ট) মধ্যরাতে ঘটে যাওয়া রহস্যজনক ঘটনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দফতরে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক এই প্রতিমন্ত্রী।


বিজ্ঞাপন


সচিবালয়ে তানজিম আহমেদ সোহেল তাজ সাংবাদিকদের বলেন, আমার নিরাপত্তাজনিত কিছু বিষয় নিয়ে উপদেষ্টার কাছে এসেছি। আমি জানতে পেরেছি উপদেষ্টা এখনও পথেই আছেন। তিনি এলে আমরা কথা বলব।

এর আগে, গতকাল বুধবার (২৮ আগস্ট) রহস্যজনক একটি ঘটনার শিকার হয়েছেন বলে জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার গাড়ি অনুসরণ করে একজন মোটরসাইকেল চালক কিছুদূর এসে তাকে থামতে বলে। পরে টেলিফোনে অপরপ্রান্তে থাকা ব্যক্তিদের সোহেল তাজের লোকেশন সম্পর্কে জানান। এরপর সেখান থেকে চলে যান ওই ব্যক্তি। মোটরসাইকেলের চালক কোনো গোয়েন্দা সংস্থার লোক বলে আশঙ্কা প্রকাশ করেন সোহেল তাজ।

এ বিষয় বিস্তারিত তুলে ধরে বুধবার (২৮ আগস্ট) দিবাগত সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন।


বিজ্ঞাপন


বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর