বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ঢাকা

সালমান এফ রহমানের দুর্নীতির অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

মানসিক ট্রমার মধ্যে আছেন সালমান এফ রহমান, সরকারের পতন বিশ্বাস হচ্ছে না

ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির একটি সূত্র গণমাধ্যমে নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


সূত্র জানিয়েছে, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন সালমান এফ রহমান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক থেকে হাতিয়ে নেয়া হয় ২৫ হাজার কোটি টাকা। বিপুল অর্থ করায়ত্তে আনতে এক মাসেই ৮টি নতুন কোম্পানি খোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

জানা যায়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া শাওনের বিরুদ্ধে বেআইনি ক্যাসিনো কাণ্ডের অভিযোগও রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর