ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাংবাদিক মোস্তফা ইমরুল কায়েসের বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।
মোস্তফা ইমরুল কায়েস ঢাকা মেইলের সিনিয়র প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি জানান, সকালে বাসা থেকে বের হয়ে যান। দুপুরে বাসার মালিক তাকে কল করে জানায় যে, ঘরের তালা ভেঙে পড়েছে এবং আলমারি তছনছ। মোস্তফা কায়েস দ্রুত বাসায় ফিরে গিয়ে দেখতে পান, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো এবং কিছু টাকা-পয়সাসহ মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে।
বিজ্ঞাপন

মোস্তফা জানান, তার বাসায় বছরখানেক আগে পাশের ফ্ল্যাটেও চুরি হয়েছিল। আজ চোর প্রধান গেট খোলা থাকার সুযোগ নিয়ে ঘরে ঢুকে তালা ভেঙে চুরি করেছে। তিনি বিষয়টি স্থানীয় থানায় জানাবেন।
তিনি আরও বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে চোর সম্ভবত এই কাজ করেছে। ভাগ্য ভালো, স্ত্রী সোনাদানা নিয়ে গ্রামে চলে গিয়েছিলেন, অন্যথায় বড় ক্ষতি হতে পারত। বর্তমানে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুলিশকে বিষয়টি জানানো হবে।

