আট বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান। আগামীকাল রোববার (১৮ আগস্ট) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ৯০ বছর বয়সী প্রবীণ এই সাংবাদিকের দেশে ফেরাকে উদযাপন করতে গঠিত হয়েছে ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’।
সাপ্তাহিক যায়যায়দিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শফিক রেহমানকে বহনকারী বাংলাদেশ বিমান-এর ফ্লাইটটি রোববার দুপুর ১২টায় ঢাকায় পৌঁছাবে।
বিজ্ঞাপন
লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে শনিবার (১৭ আগস্ট) ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির’ পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে গত ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
প্রবীণ সাংবাদিক শফিক রেহমান আট বছর ধরেই যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি বিদেশে থাকা অবস্থায় ২০২৩ সালের আগস্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ওই মামলায় গ্রেফতার হওয়ার পর ২০১৬ সালে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল শফিক রেহমানকে। জামিনে মুক্তি পাওয়ার পর ওই বছরই তিনি যুক্তরাজ্যে চলে যান। ৯০ বছর বয়সী শফিক রেহমানকে গত কয়েক বছরে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি।
এমআর

