রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

পলকের পর আরাফাতের পদও পেলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

পলকের পর আরাফাতের পদও পেলেন নাহিদ
ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপদেষ্টাদের দফতর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। 

তথ্য অনুযায়ী— সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দফতরের পাশাপাশি মোহাম্মদ এ আরাফাতের দফতরও দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। অর্থাৎ এখন থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন তিনি।


বিজ্ঞাপন


এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। তার স্থলে লে. কর্নেল জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া আসিফ মাহমুদ আগের মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, গত ৮ আগস্ট ১৭ উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আজ শুক্রবার আরও চার উপদেষ্টা শপথ নিয়ে সরকারে যুক্ত হন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর