শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

১৩৫ উপ-সহকারী পরিচালকের নিয়োগ, গতি আসবে দুদকে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

১৩৫ উপ-সহকারী পরিচালকের নিয়োগ, গতি আসবে দুদকে
ফাইল ছবি

১৩৫ জন উপ-সহকারী পরিচালক পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এতে করে দুদকের কার্যক্রমে আরও গতি আসবে বল মনে করছেন দুর্নীতিবিরোধী সংস্থাটির কর্মকর্তারা।

নতুন নিয়োগ পাওয়া ১৩৫ উপ-সহকারী পরিচালক ইতোমধ্যে যোগ দিয়েছেন কর্মস্থলে। যোগদানের পর তাদের ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে, যা চলবে পাঁচ দিন।


বিজ্ঞাপন


রোববার (২২ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল।

গত ২১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৪৪ জনকে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ দেয়। দুদক সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক আদেশ তাদেরকে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দুদক। পরে দুদকের সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদের বিপরীতে ৯৩ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে দুই হাজার ৪৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্যদিকে উপ-সহকারী পরিচালক পদে ৮২২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

ডব্লিউএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর