শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

‘ওসি মহসীন ঘুষখোর, এটা সবাই জানে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

‘ওসি মহসীন ঘুষখোর, এটা সবাই জানে’
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন একজন ভদ্র ও মানবিক পুলিশ অফিসার হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনি সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে তিনি ভাইরাল হন। এটাই এতদিন অনেকে জেনেছেন। কিন্তু তিনি একজন দুর্নীতিবাজ ও ঘুষখোর, এবার সেই অভিযোগ তুললেন খোদ তার সহকর্মীরা।

শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে জুমার নামাজের পর এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এই অভিযোগ করেন পুলিশ সদস্যরা।  


বিজ্ঞাপন


পুলিশের কর্মবিরতি আন্দোলনে ঢাকার রাজারবাগের সমন্বয়কারী সোয়াইবুর রহমান জয় বলেন, ‘ওসি মহসীন স্যারকে বলে দিলাম সাবধান হয়ে যান। আপনি অগাধ টাকা পয়সা কামিয়েছেন। আপনি দুর্নীতিবাজ, ঘুষখোর। এটা সমস্ত লোক জানে। আপনার মতো অফিসারদের কারণে আজ আমার ভাইয়েরা এই অবস্থানে দাঁড়িয়েছে।’

এই পুলিশ সদস্য বলেন, ‘স্যার (মহসীন) যেটা করতে চাচ্ছেন সেটা হবে না। বাংলাদেশ পুলিশ সেটা মেনে নেবে না। আপনারা রাজনীতিকদের সাথে মিশছেন। আবার সেই পুলিশকে রাজনৈতিক করতে চাচ্ছেন। আমাদের একটাই দাবি, আমরা কোনো রাজনৈতিক পরিষদ হতে চাই না।’

আরও পড়ুন

বেশির ভাগ পুলিশ সদস্য যোগ দেননি, কর্মবিরতি অব্যাহত

পুলিশের ঘুষখোর অফিসারদের উদ্দেশে জয় বলেন, ‘আপনারা টাকার পাহাড় গড়বেন আর আমরা এভাবে জীবন দেব! আমরা আর জীবন দিতে চাই না। আমরা এদেশের মানুষের জন্য কিছু করতে চাই। আমাদের সেই সুযোগ করে দেবেন। আপনারা আমাদের পাশে থেকে দাবি-দাওয়া মেনে নেন।’


বিজ্ঞাপন


জয় বলেন, ‘আমরা সুশৃঙ্খল একটি বাহিনী। আমরা চাচ্ছি, সুন্দরভাবে আমাদের দাবি-দাওয়া মেনে নেন। আমাদের সহাযোগিতা করুন। আপনারা যা করেছেন আমরা অনেক কষ্ট পেয়েছি স্যার। আমরা চেয়েছিলাম আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। আপনারা সেটা্ করছেন না। আপনারা হুমকি প্রদান করছেন। আপনারা বিভিন্নভাবে আমাদের হুমকি দিচ্ছেন।’

এসময় তিনি আইজিপিকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার! আমরা অভিশাপ নিয়ে বাঁচতে চাই না। আমাদেরও পরিবার আছে। আমরা কর্মরিবতিতেও যেতে চাই। আমরা জনতার পুলিশ হতে চাই।’

সমন্বয়কারীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমি শুনতে পাইছি বাংলাদেশের বিভিন্ন জেলার সমন্বয়কারীদের হুমকি দেওয়া হচ্ছে। আমার সাথে তারা কথা বলেছে, তাদের বিরতিতে যাওয়ার জন্য জোরদবস্তি করা হচ্ছে।’

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর