শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

সংস্কার চেয়ে রাজারবাগে পুলিশের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

সংস্কার চেয়ে রাজারবাগে পুলিশের মিছিল

বাংলাদেশ পুলিশে সংস্কার চেয়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ ‍পুলিশ সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর রাজারবাগে এই মিছিল অনুষ্ঠিত হয়। 

এদিন জুমার নামাজের পর রাজারবাগের ভেতরে থাকা জামে মসজিদের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান পুলিশ সদস্যরা। এ সময় তারা ব্যানার ধরে স্লোগান দিতে থাকে। ব্যানারে লেখা ছিল ‘পুলিশে সংস্কার চাই। পুলিশের কর্মবিরতি চলছে, চলবে’।


বিজ্ঞাপন


এ সময় ‘আমার ভাই মরলো কেন, অফিসার জবাব চাই, বিচার চাই-বিচার চাই‘, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমরা চাই সংস্কার- পুলিশ হবে জনতার‘— বলে স্লোগান দিতে থাকেন। আমরা কারও চাটুকারি করব না। এছাড়াও তারা স্লোগান দেন- ‘যদি হয় সংস্কার-পুলিশ হবে জনতার’। 

মিছিল শেষে ‍বিক্ষুব্ধ ‍পুলিশ সদস্যদের মধ্য থেকে জয় বলেন, পুলিশের নিরাপত্তাহীনতার জন্য সারাদেশের ৬৪টি জেলায় কর্মবিরতি দেওয়া হয়েছে। কারণ আমাদের জানমালের নিরাপত্তা নেই। এটার জন্য আমরা কর্মবিরতি পালন করছি। যতক্ষণ না আমাদের দাবি-দাওয়া পূরণ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর