বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

দ্বিতীয় যমুনা রেল সেতুর সিগনাল ও টেলিকমিউনিকেশন কাজের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় যমুনা রেল সেতুর সিগনাল ও টেলিকমিউনিকেশন কাজের চুক্তি

যমুনা নদীর ওপর দ্বিতীয় পারালাল রেল সেতুর সিগনাল ও টেলিকমিউনিকেশন কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রোববার (২২ মে) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে জাপানি কোম্পানি ইয়াসিমা জেএসইর (জয়েন্টে ভেনচার) চুক্তি স্বাক্ষরিত হয়।


বিজ্ঞাপন


চুক্তিতে বাংলদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক ফাত্তাহ মো. মাসউদুর রহমার এবং জাপানি কোম্পানি ইয়াসিমার অথোরাইজড পার্সন নরিয়ো ইকোজিমা।

এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল সচিব হুমায়ূন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, জাইকার প্রধান প্রতিনিধি হায়াকায়া জুহু।

জাইকার অর্থায়নে প্রকল্পটির চুক্তি মূল্য ৪৭ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৬৬৫ টাকা। ২৮ মাস প্রকল্পটির সময়কাল।

যমুনা দ্বিতীয় পারালাল রেলসেতুর নির্মাণে মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা। 


বিজ্ঞাপন


প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, পশ্চিমাঞ্চলের রেলকে আরও গতিশীল করতে যমুনা নদীর ওপর দ্বিতীয় প্যারালাল বঙ্গবন্ধু রেলসেতু ব্যাপক ভূমিকা রাখবে। এই ডুয়েলগেজ ডাবল লাইন করার মাধ্যমে আমরা ট্রান্স এশিয়ান রেলরুটে যুক্ত হতে সহায়তা করবে। এই রেল সেতুটি উন্মুক্ত হলে ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়বে। ইতোমধ্যে আটটি আন্তঃদেশীয় রেলরুটের মধ্যে পাঁচটি উন্মুক্ত হয়েছে। এ সেতুটি খুলে গেলে পশ্চিমাঞ্চলের জনগণের প্রভূত উন্নয়ন ঘটবে।

মন্ত্রী বলেন, ২০২৩ সালের জুন মাসের মধ্য আমরা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলে ভ্রমণ করতে পারবো।

টিএ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর