ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।
বুধবার (৭ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা মহানগর পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
মাইনুল হাসান ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই প্রজ্ঞাপনে হাবিবুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন হাবিবুর রহমান।
আরও পড়ুন
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণআন্দোলনে ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এমন অবস্থায় পুলিশে ব্যাপক রদবদল করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়।
পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে চুক্তি বাতিল করে মঙ্গলবার মধ্যরাতে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশের মহাপরিদর্শক করা হয়। এর কয়েক ঘণ্টা পরই ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক পদেও রদবদল করা হলো।
এমআর