রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কামরাঙ্গীরচর থানায় ভাংচুর, অস্ত্রসহ জিনিসপত্র লুট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৪, ০১:৪৭ এএম

শেয়ার করুন:

কামরাঙ্গীরচর থানায় ভাংচুর, অস্ত্রসহ জিনিসপত্র লুট

রাজধানীর কামরাঙ্গীরচর থানায় হামলার পর ভাংচুর ও লুট করা হয়েছে। এসময় থানায় থাকা অস্ত্র নিয়ে যায় লোকজন।

সোববার (৫ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


বিষয়টি এলাকার একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি। 

জানা গেছে, রাতে কামরাঙ্গীরচর থানায় হামলা করে বসে উতসুক জনতা। এসময় থানায় থাকা পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে তাদের হাতে থাকা বন্দুক দিয়ে ফাঁকা গুলি করতে করতে  লালবাগ থানায়  গিয়ে আশ্রয় নেয়। এসময় অনেকে আশপাশের বাসাবাড়িতেও আশ্রয় নেন। তবে কেউ হতাহত আছেন কিনা তা এখনো জানা  যায়নি। এমনিক সেই থানা থেকে কতটি অস্ত্র খোঁয়া গেছে তাও কেউ বলতে পারছে না।

ধারণা করা হচ্ছে, অস্ত্রগারে অর্ধ শতাধিক অস্ত্র, গোলাবারুদ, ম্যাগজিন ছিল। সেগুলো হামলাকারীরা নিয়ে ‍গেছে।  

এমআইকে/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর