শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণভবনের মিষ্টি খেয়ে বিজয় উল্লাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

গণভবনের মিষ্টি খেয়ে বিজয় উল্লাস

টানা ১৬ বছর দেশ শাসনের পর আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়েছেন শেখ হাসিনা। গণমাধ্যমে খবর প্রচার হওয়ার পরই রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। শুরু হয় বিজয় উল্লাস। দখলে নেন গণভবন। এরপর যে যার মতো গণভবনের বিভিন্ন মালামাল বের করে নেন। 

এ সময় গণভবনের ফ্রিজ থেকে নিয়ে আসা মিষ্টি রাস্তার মানুষকে খাইয়ে বিজয় উল্লাস পালন করেছেন সাধারণ মানুষ।


বিজ্ঞাপন


আরও পড়ুন

গণভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

সোমবার (৫ আগস্ট) বিকাল ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সাধারণ মানুষ গণভবন থেকে সকল ধরনের মালামাল নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাচ্ছেন। এসি, ফ্রিজ, ফ্যান, টেবিল, হাস, মুরগি, শাক, সবজি থেকে শুরু করে বাদ ছিল না কোনো কিছু। এ সময় কেউ কেউ আবার ফ্রিজে থাকা মাছ, মাংস, মিষ্টিও নিয়ে আসেন। পরে মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় রাস্তার সাধারণ মানুষের মাঝে সেগুলো বিলিয়ে দেন এবং বিজয় উল্লাস করেন।

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর