শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশত গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৪, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশত গাড়ি ভাঙচুর
ছবি- সংগৃহীত

একদফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অর্ধশত গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


452264634_805625841384597_5800590138445137856_n

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত অর্ধশত গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। তবে ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা গেছে, সকাল ১১টার আগে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। এরপর সেখানে ছাত্রলীগের কর্মীরা গিয়ে তাদের ওপর চড়াও হয়। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে সাধারণ মানুষ এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

বর্তমানে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। 


বিজ্ঞাপন


 

এদিকে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এর প্রভাব পড়েছে রাজধানীর সড়কেও।

রোববার সকাল থেকে ঢাকার রাস্তায় নেই গণপরিবহন। কোথাও কোথাও দীর্ঘ সময়েও দেখা মিলছে না বাস। ফলে অফিসগামী কিংবা একান্ত প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে দুর্ভোগে।

452273908_1258710285490712_6186188447178652879_n

অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুসারে রোববার (৪ আগস্ট) রাজধানী ঢাকা ও জেলা শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া আগামীকাল সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় শোক র‍্যালি করা হবে। র‍্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে

দল ঘোষিত জমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা ঢাকার প্রতিটি পয়েন্টে শক্তভাবে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। ফলে দুই পক্ষের কর্মসূচি ঘিরে বৈরী পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে জনসাধারণের মধ্যে। তাই একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ। 

এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর