বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে রুমিন ফারহানা নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন।
রুমিন ফারহানা বলেন, আমার বাসার সামনে একদল ছেলে বিচ্ছিরি গালি দিচ্ছে, আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন। নোংরা একটা গালি দিয়ে, তুই নাম নিচে। এখনই আমার বাসার সামনে দিয়ে গেল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করব: স্বরাষ্ট্রমন্ত্রী
‘আপনারা এলিফ্যান্ট রোডে আসেন। আমি আমার মায়ের সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে। ভীষণভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না। বারান্দার যাওয়ার মতো অবস্থা নেই।’
রুমিন ফারহানা আরও বলেন, আমার পুরো বাসা অন্ধকার করতে বাধ্য হয়েছি। তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, একটা ব্যবস্থা নিন।