শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

জামায়াত-শিবির নিষিদ্ধের পর ঢাকায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

জামায়াত-শিবির নিষিদ্ধে ঢাকায় নিরাপত্তা জোরদার
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এই তথ্য জানিয়েছেন। 


বিজ্ঞাপন


তিনি জানান, জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলায় ডিএমপি প্রস্তুত রয়েছে। 

হাবিবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। 

এইউ


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর