কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সম্পূর্ণ বন্ধের প্রায় ১২০ ঘণ্টা পর দেশে ইন্টারনেট আংশিকভাবে চালু হয়েছে। তবে এখনই ফেসবুক ও ইউটিউব চলবে না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে গত ১৭ জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও। ফলে পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে ‘অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায়’ ইন্টারনেট সংযোগ চালু হয়।
এদিন বিকেলে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় আজ রাত থেকেই পরীক্ষামূলকভাবে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্বৃত্তদের দেওয়া আগুনে মহাখালীর ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা।
এইউ

