সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

শোকের মাতমে পালিত হলো আশুরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

শোকের মাতমে পালিত হলো আশুরা

রাজধানীতে শোকের মাতমে পালিত হয়েছে পবিত্র আশুরা। এসময় শিয়া সম্প্রদায়ের মানুষরা কারবালার মর্মান্তিক ও নির্দয় স্মৃতি স্মরণ করেন। বের করেন বর্ণাঢ্য তাজিয়া মিছিল।

বুধবার (১৭ জুলাই) বিকালে রাজধানীর মোহাম্মদপুরে প্রায় ২০ হাজার মানুষ যোগ দেন এই মিছিলে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ ছয়টি উর্দুভাষী ক্যাম্পের প্রায় সবাই যোগ দেন আশুরা আয়োজনে।


বিজ্ঞাপন


শিয়া সম্প্রদায়ের একজন ব্যক্তি বলেন, ‘এটা আমাদের শোক। শোকের একটা মাতম আছে। আমরা সেটিকে তাজিয়ার মধ্যে তুলে ধরার চেষ্টা করি।’

tajia1

এদিন বিকালে জেনেভা ক্যাম্প ও কৃষি মার্কেট ক্যাম্প থেকে তাজিয়া মিছিলগুলো আসতে শুরু করে টাউন হল এলাকায়। ক্যাম্প থেকে ইকবাল রোড হয়ে আসাদগেট ঘুরে র‍্যালিগুলো পৌছায় আসাদ অ্যাভিনিউ এলাকায়। এরপর নূরজাহান রোড ও তাজমহল রোড প্রদক্ষিণ করে সন্ধ্যায় আবার নিজ নিজ ক্যাম্পে গিয়ে শেষ হয় মিছিলগুলো।

এসময় শিয়া ধর্মাবলম্বীদের বিভিন্ন ধরণের তাজিয়া বহন করতে দেখা গেছে। পাশাপাশি বড় আকারের পতাকা নিয়ে মিছিলে যোগ দেন অনেকেই। কেউ আবার তাজিয়া মিছিলে এসে প্রদর্শন করেছেন নানান কসরত।


বিজ্ঞাপন


ধর্মীয় কারণে সবাইর মাঝে বিনামূল্যে খিচুড়ি ও শরবতও বিতরণ করতে দেখা গেছে। খণ্ড খণ্ড মিছিলে অন্তত কয়েক হাজার ঢোল দেখা গেছে, যা মিছিলের থেকে শেষ পর্যন্ত বাজানো হয়।

কারই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর