সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক যুবক নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক যুবক নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী এবং সরকারদলীয় নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২৭ বছরের এক যুবক নিহত হয়েছেন। তবে সেই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। এমনকি সে আন্দোলনকারী, নাকি সরকারদলীয় পক্ষের তাও জানা যায়নি।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে এক যুবক। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি জানান, ঢাকা কলেজ এলাকা থেকে ২৭ বছরের অজ্ঞাত এক যুবকের মরদহ মর্গে এসেছে। তবে তার এখনো পরিচয় পাওয়া যায়নি।

এর আগে, দুপুর ২টার পর থেকে সাইন্সল্যাব এলাকায় সরকারদলীয় নেতাকর্মীদের সাথে কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা দফায় দফায় ছাত্রলীগ-যুবলীগের লাঠিয়াল বাহিনীদের ধাওয়া দেয়। তাদের ধাওয়া খেয়ে তারা বারবার ঢাকা কলেজের দিকে ফিরে যায়।

তবে বেলা বাড়ার সাথে সাথে রণক্ষেত্রে পরিণত হয় সাইন্সল্যাব এলাকা। এসময় উভয়পক্ষ ইটপাটকেল ছুঁড়ে নিজেদের প্রতিহত করার চেষ্টা করে। উভয়পক্ষের সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকা হয়ে যাতায়াতকারী সব যানবাহন বন্ধ হয়ে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্ররা নগর পরিবহণের একটি বাস ব্যাপক ভাংচুর করে। এরই মাঝে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর