রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ-ভারতের ট্রেন যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২২, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ-ভারতের ট্রেন যোগাযোগ

মহামারি করোনার কারণে প্রায় দুই বছর বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল। এবার ফের ট্রেন চলাচল শুরু হচ্ছে।

ঢাকা-কলকাতার মধ্যে ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং কলকাতা-খুলনার মধ্যে ‘বন্ধন এক্সপ্রেস’ ২৯ মে থেকে পুনরায় চালু হবে।


বিজ্ঞাপন


ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ২৯ মে থেকে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রা শুরু করবে। আর কলকাতা থেকে যাত্রা শুরু করবে বন্ধন এক্সপ্রেস।

এছাড়া, পহেলা জুন থেকে ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল শুরু করবে মিতালি এক্সপ্রেস ট্রেন। এটি জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

বাংলাদেশিদের কাছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বেশ জনপ্রিয়। প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে যান লাখ লাখ মানুষ। 


বিজ্ঞাপন


শারীরিক জটিলতার কারণে অনেকের প্লেনে চড়ায় নিষেধাজ্ঞা থাকে, অনেকের আকাশপথে যাওয়ার সামর্থ্য থাকে না। আবার সড়কপথে যাওয়ার ধকলও নিতে পারেন না অনেকে। এ পরিস্থিতিতে তাদের একমাত্র ভরসা দুই দেশের মধ্যে চলাচলকারী ট্রেনগুলো।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে এই রুটের ট্রেনটি উদ্বোধন করেছিলেন।

এএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর