রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। 

সোমবার (১ জুলাই) বিকেলে র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১৮

গ্রেফতারকৃতরা হলেন- শাহাব উদ্দিন সরদার (৬৫) ও তপন সরদার (২৭)। 

র্যাব-৪ জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর