রাজধানীর ধানমন্ডিতে শফিউদ্দিন শিল্পালয়ে চলছে বধির নারী চিত্রশিল্পী কাজী ফাতেমা নন্দিতার তিনদিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী ‘নীরবতার অকথিত গল্প’।
শুক্রবার (২৮ জুন) শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামীকালও, যা সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী।
বিজ্ঞাপন
নন্দিতা রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলে মাধ্যমিক লেখাপড়া শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। কিন্তু তিনি তার বাংলাদেশে ফেলে আসা প্রকৃতি, পরিবেশ, মানুষ এবং এদেশের মনিষীদের নিজের মধ্যে ধারণ করে তাদের অবয়ব ক্যানভাসে, জলরং এবং পেন্সিল স্কেচের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন সেই ছোট্ট বয়স থেকেই।
নন্দিতা আমেরিকার প্রকৃতি এবং সেদেশের মানুষকেও নিজের কাজের মধ্যে নিয়ে আসেন। তার প্রকাশের প্রধান মাধ্যমই হলো ছবি আঁকা। নন্দিতার আঁকা প্রায় ৪০টি ছবি রয়েছে প্রদর্শনীতে।
নন্দিতা বলেন যে, সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও তার সব সময়ই দেশের কথা মনে পড়ে। দেশপ্রেমের অংশ হিসেবেই তার মনের নীরবতার অকথিত গল্পগুলো তুলে ধরেছেন চিত্রাংকনের মাধ্যমে।
বিজ্ঞাপন
এ বিষয়ে হাইকেয়ার স্কুল ঢাকার অধ্যক্ষ রওশন আরা বলেন, বাঙালি সংস্কৃতি ও পশ্চিমা সংস্কৃতির মেলবন্ধন তৈরি হয়েছে নন্দীতার এই শিল্প প্রদর্শনীতে।
টিএই/এমএইচটি